খালের রেলিং নির্মাণ-পাম্পের মেরামতে কাজ করবে ওয়াসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৫ অক্টোবর ২০১৮

রাজধানীবাসীর দুর্ভোগ লাঘবে খালের রেলিং নির্মাণ, পাম্পের মেরামত ও যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবে ঢাকা ওয়াসা। চলতি অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী এসব কাজ করবে সংস্থাটি। এ উন্নয়ন কাজের জন্য ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করবে ঢাকা ওয়াসা।

যার মধ্যে রয়েছে- খালের রেলিং, স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন মেরামত ও কিছু যন্ত্রপাতি ক্রয় করে আধুনিকায়ন করা। খালের রেলিং নির্মাণ, মেরামতের মধ্যে রয়েছে খিলগাঁও, বাসাবো, ইউ-চ্যানেলের সাইড প্রকেটশন, রেলিং নির্মাণ, জিরানী খালে বিদ্যমান ইউ-চ্যানেলের সাইড প্রটেকশন রেলিং নির্মাণ, শাহাজাদপুর, মহাখালী এবং সাংবাদিক কলোনি ইউ-চ্যানেলের সাইড প্রটেকশনসহ রেলিং নির্মাণ করা হবে।

এ ছাড়া ১০টি ভিএফডি ও প্যানেল বোর্ড সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০টি আইটেম ক্রয়, কল্যাণপুর ও ধোলাই খাল পাম্পে মালামাল সংগ্রহসহ মেরামত কাজের জন্য ১টি আইটেম ক্রয় করা হবে। এ ছাড়াও ৪টি স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশনের মেরামত, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার আনুষঙ্গিক কাজ করবে ঢাকা ওয়াসা যার ব্যয় ধরা হয়েছে উন্নয়ন কাজের জন্য ১৬ কোটি ৪০ লাখ টাকা।

ঢাকা ওয়াসার আওতায় শাহাজাদপুরে ইউ-চ্যানেল খাল খনন করা হয়েছিল কিন্তু সেসময় রেলিংয়ের ব্যবস্থা করা হয়নি। চার বছর পর শাহজাদপুরে খালটিতে রেলিং নির্মাণের পরিকল্পনার পাশাপাশি অন্যান্য ইউ-চ্যানেল গুলোতেও রেলিং নির্মাণ করতে ইতোমধ্যে প্রস্তাবনা তৈরি করেছে ওয়াসা।

এ বিষয়ে ঢাকা ওয়াসার পরিচালক (কারিগরি) সহিদ উদ্দিন বলেন, খালের রেলিং পাম্পিং স্টেশন মেরামত এবং যন্ত্রপাতি ক্রয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এসব কাজ পাবে।

এএস/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।