চালকদের প্রতি ডিএমপির পরামর্শ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৪ অক্টোবর ২০১৮

পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশকিছু পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এই বার্তায় বলা হয়েছে, প্রত্যেকেরই যার যার অবস্থানে রয়েছে কিছু দায়িত্ববোধ। তেমনি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে চালক হিসেবে আপনার কিছু দায়িত্বশীল ও সচেতনতামূলক আচরণ সকলের কাছে কাম্য। ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক, আসুন ট্রাফিক আইন মানি এবং যানজটমুক্ত ঢাকা গড়ি।

গাড়ি চালকের প্রতি ডিএমপির পরামর্শ :

১। গাড়ি চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইডিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।

২। অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকুন।

৩। সিটবেল্ট বেঁধে গাড়ি চালান।

৪। গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলুন।

৫। ঘনঘন লেন পরিবর্তন করা থেকে বিরত থাকুন।

৬। অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন এবং সতর্কতার সঙ্গে ওভারটেকিং করুন।

৭। স্ব-স্ব প্রতিষ্ঠানের লোগোসহ স্থায়ী স্টিকার ব্যতীত আলগা/অস্থায়ী যেকোনো ধরণের স্টিকার ব্যবহার হতে বিরত থাকুন।

৮। দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির যন্ত্রাংশ নিয়মিত চেক করে নিন।

৯। উল্টো পথে যেকোনো যান চালানো থেকে বিরত থাকুন।

১০। গাড়ি চলাচলের নির্ধারিত পথে গাড়ি পার্ক করে প্রতিবতন্ধকতা সৃষ্টি করবেন না।

১১। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না।

১২। ক্লান্ত/অসুস্থ/মাতাল অবস্থায় গাড়ি চালানো হতে বিরত থাকুন।

১৩। সর্বদা বাম লেন চালু রাখুন।

১৪। ইন্টারসেকশন এবং রাস্তায় যাত্রী উঠানো/নামনো হতে বিরত থাকুন।

১৫। ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন।

১৬। বাস-বে/নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবেন না।

১৭। গাড়ি থামানোর ক্ষেত্রে সর্বদা রাস্তার বাম ঘেঁষে থামাবেন।

১৮। ডানে/বামে যাওয়ার ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার করুন।

মোটরসাইকেল চালকের প্রতি পরামর্শ :

১। মোটরসাইকেল চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইডিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।

২। মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহণ করবেন না।

৩। চালক ও আরোহী উভয়েই হেলমেট ব্যবহার করুন।

৪। ফুটপাতে মোটরসাইকেল চালাবেন না।

৫। উল্টো পথে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।

৬। গাড়ি চলাচলের নির্ধারিত পথে মোটরসাইকেল পার্ক করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।

৭। ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।

এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।