অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য পিসিবি’র বিনিয়োগ দরকার


প্রকাশিত: ০৬:০৯ এএম, ১৬ আগস্ট ২০১৫

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবশ্যই বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে রমিজ রাজা, শোয়েব মোহাম্মদ, বাসিত আলী, আমির সোহেল, মুশতাক আহমেদ এবং ওয়াকার ইউনিসের মত গ্রেট খেলোয়াড়দের কথা উল্লেখ করে সাবেক অধিনায়ক বলেছেন এঁরা সকলেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সৃষ্টি।

করাচিতে জাতীয় স্টেডিয়ামে দুই সপ্তাহ তরুণ ফাস্ট বোলারদের অনুশীলন ক্যাম্প পরিচালনা করা ওয়াসিম বলেন, এখানে যারা ক্যাম্প করেছে তারা সকলেই অত্যন্ত মেধাবী এবং ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি আরো বলেন, ‘এ সকল খেলোয়াড়দের জন্য অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ সফর আয়োজন করা এবং তাদের উন্নতির পরীক্ষা করাটা এখন নির্বাচক ও পিসিবির ব্যপার। এই তরুণ বোলারদের উন্নতিতে আমি অত্যন্ত খুশি। তারা কঠোর পরিশ্রম করছে এবং পরামর্শমত সব কিছু শেখার জন্য খুবই আগ্রহী।’

ওয়াসিম বলেন, ফিল্ডিং সাজানোটা বোলারদের কাজ, অধিনায়কের নয়। একজন অধিনায়ক একজন তরুণ বোলারকে সাহায্য করতে পারে কিন্তু মূল কাজটা শেষ পর্যন্ত একজন বোলারকেই করতে হয়।

তরুণ মেধাবীরা কিভাবে বিশ্বমানের একজন ফাস্ট বোলার হতে পারে সে বিষয়টিই সকলকে বুঝিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, তাই নতুন এ সকল মেধাকে কাজে লাগানোর জন্য বয়স ভিত্তিক বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য পিসিবি’র আরো বেশি নজর ও বিনিয়োগ করা দরকার।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।