সূচকের ওঠা-নামায় চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সকাল পৌনে ১১টায় পর সূচকের নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল ১১টা ৩৪ মিনিটে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করছে এবং এবং শরীয়া সূচক ডিএসইএস দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১৫০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯ কোটি টাকার।
এসআই/আরএস/এমএস