ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি


প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ অক্টোবর ২০১৪

ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর, মাধুরী দীক্ষিতের পর এবার লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে তৈরি হতে চলেছে ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি৷

ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, মিউজিয়াম কর্তৃপক্ষ ক্যাটকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে৷ তারা ক্যাটরিনার মোমের মূর্তি বানাতে চায়৷ যদিও আগামী সপ্তাহেই এই বিষয়ে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নেবেন ক্যাট৷ সমস্ত কিছু ঠিক থাকলে হয়ত আগামী বছরের মধ্যেই লন্ডনের এই মিউজিয়ামে ক্যাটরনিরা মোমের মূর্তি তৈরি হয়ে যাবে৷

অমিতাভ বচ্চনই প্রথম এশিয়ান যিনি ২০০০ সালে লন্ডনের এই মিউজিয়ামে প্রবেশ করেন৷ বিগ বি পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যার মোমের মূর্তি এই মিউজিয়ামে স্থান পায়৷ এরপরেই ২০১১ সালে করিনা কাপুর আর তার ঠিক পরেই মাধুরী দীক্ষিতের মোমেত মূর্তি স্থান পায় মাদাম তুসোতে৷ এই মিউজিয়ামে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান, সলমন খান ও হৃত্বিক রোশনের মূর্তিও৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।