এএফসি কাপের প্লে-অফে শেখ জামাল


প্রকাশিত: ০৩:১২ এএম, ১৬ আগস্ট ২০১৫

এএফসি কাপের প্লে-অফ পর্বে জায়গা করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিরগিজস্তানের ক্লাব এএফসি আলগার সঙ্গে পিছিয়ে পড়েও ড্র করে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

কিরগিজস্তানের বিশেকেকে শনিবার স্বাগতিক দেশের দল আলগার সঙ্গে ১-১ গোলে ড্র করে শেখ জামাল। প্রথম ম্যাচে কাসা বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছিল মামুনুলরা।  তাই এই ম্যাচে প্রয়োজন ছিল একটি পয়েন্টের। নাইজেরীয় স্ট্রাইকার এমেকার গোলে সেই পয়েন্ট নিশ্চিত হয় তাদের।

২৩তম মিনিটে আলগার আমিরভ ইলদার গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে পরে মামুনুলরা। তবে খেলার নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না অতীথিরা। ৭৭ মিনিটে খেলায় সমতা আনে মামুনুল বাহিনী। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর বাড়িয়ে দেওয়া বল ধরে এমেকা আড়াআড়ি শটে বল জালে জড়ান। তার এই গোলে প্লে-অফ পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নদের।        

এফসি আলগাও ক্লাবেরও দুই ম্যাচ থেকে চার পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে পড়ে গ্রুপ রানার্সআপ হয় তারা।

আরটি/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।