বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্মীকরণের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২২ অক্টোবর ২০১৮

বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্মীকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ছিল দাবি করে কমিটির পক্ষ থেকে এই শিল্পীদের চাকরি স্থায়ী করে পেনশন-সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তিরও পরামর্শ দিয়েছে কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সিমিন হোসেন রিমি এমপি ও সাইমুম সরওয়ার কমল এমপি অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থা বিল ২০১৮ বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়।

এইচএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।