গাড়ির দরজা খুলে চালক দিলেন দৌড়, মিললো ৯৯ বোতল মদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২২ অক্টোবর ২০১৮

রাজধানীর গুলশান ট্রাফিক জোনের বনানী ঢাকা গেটে একটি প্রাইভেটকার থেকে ৯৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল হান্নান। তবে এই চালক পুলিশকে দেখে পালিয়ে গেছেন। সোমবার বেলা পৌনে ১টায় এ ঘটনা ঘটে।

ডিএমপি ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দায়িত্বরত সার্জেন্ট প্রাইভেটকারটি থামিয়ে চালককে কাগজপত্র দেখাতে বলেন। তখন চালক গাড়ি ( ঢাকা-মেট্রো-খ-১১-৩৬৯৯ ) সামনে সাইড করার কথা বলে নামেন এবং দরজা খোলা অবস্থায়ই দৌড়ে পালিয়ে যান। বিষয়টি সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির ব্যাকডালায় বিভিন্ন কার্টনে পাওয়া যায় ৯৯টি বিদেশি মদের বোতল।

এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-২০১৮ আইনে মামলা করা হয়েছে।

এআর/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।