রাজধানীতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২২ অক্টোবর ২০১৮

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ অক্টোবর) মধ্যরাতে খিলক্ষেত থানার অধীন কুড়াতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি দল।

গ্রেফতাররা হলেন জাহাঙ্গীর আলম (৩৬), মহিবুল্লাহ (৩৭), মেহেদী হাসান সুমন (২৯) ও নাসির মিয়া (৪০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানার অধীন কুড়াতলীর ৩২/১-ক আরএসএস হোম ডিপোর্টের সামনে ফ্লাইওভারের পূর্ব দিকের সড়কে অভিযানে গিয়ে ডিবি পূর্ব বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে।

জেইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।