শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৫ আগস্ট ২০১৫

বেনাপোলসহ শার্শা উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে র‌্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও কাঙালি ভোজের আয়োজন করে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠন। দিবসটি উপলক্ষে ১১টি ইউনিয়নেও নানা কর্মসূচির আয়োজন করা হয়।

যশোর-১ আসেনের সাংসদ শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বেনাপোল ও শার্শার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শোকর‌্যালিতে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন সাংসদ শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ওসি এনামুল হক, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ।

এদিকে বেনাপোলে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বেনাপোলে পৃথক একটি শোকর‌্যালি, আলোচনা সভা ও ১৫ দিনব্যাপি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় বলফিল্ড মাঠে।

জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।