লক্ষ্য একটাই ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়া : শাওন
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের দলপতি শাওনের চোখে শুধু সেমিফাইনালই নয়। তিনি ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়ে দেশবাসীকে উপহার দিতে চান ফুটবলে একটি আর্ন্তজাতিক ট্রফি। ভারতকে হারানোর পর বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা আছে কিশোর ফুটবলারদের।
শনিবার জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপকালে এমনটাই জানালেন শাওন। চাইলেন সিলেটের দর্শকদের সমর্থন। যেমনটি পেয়েছেন ভারতের বিরুদ্ধে খেলায়।
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলে কখনো ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। যে দুটি আসর হয়েছে সেই দু আসরেই সেমিফাইনালে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের কিশোর দলকে। এ অবস্থায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কি বাস্তব হবে? এমন প্রশ্নের জবাবে শাওন বলেন, এ পর্যন্ত আমরা ভালো খেলেই সেমি ফাইনালে এসেছি। আশা করছি আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। এই আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়েরই আছে।
নারায়ণগঞ্জের বাংলাবাজার এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে ছোট্ট এই কিশোর। ছোট্ট কিশোর শাওনের কাঁধে অনেক ভার। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের অধিনায়ক তিনি। সাফ চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন স্বাগতিক বাংলাদেশ।
আলাপকালে শাওন বলেন, আমরা যেকোনো দলকে হারাতে পারবো। টুর্নামেন্টে এখন আমাদের একটাই লক্ষ্য আমরা চ্যাম্পিয়ন হতে চাই। নিজের ক্যারিয়ার সম্পর্কে শাওন বলেন, আমি একজন বিশ্বমানের ফুটবলার হতে চাই। ফুটবল যখন খেলছি তখন কত দূর যেতে পারি।
ফুটবল জীবনে কার বেশি সহযোগিতা পেয়েছেন জানতে চাইলে শাওন বলেন, আমার বাবাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তার সাপোর্টেই আজ আমি এতদূর এসেছি।
শাওন ফুটবল জীবনের প্রথম কোচের কথা বলতে গিয়ে বলেন, আমাদের নারায়ণগঞ্জের কোচ জাহাঙ্গীর আলম স্যার। খুবই সাদা মনের মানুষ এই ফুটবল ব্যক্তিত্ব। তার চোখে পড়াতেই আজ আমি জাতীয় দলে আসতে পেরেছি।
দলের এই মুহূর্তের অবস্থা কেমন জানতে চাইলে কিশোরদের এই দলপতি বলেন, দলের সবাই ফিট আছে। আত্মবিশ্বাসী সবাই। এখন কেবল ট্রফি জয়ের আনন্দ আমরা করতে চাই।
তার সেই স্বপ্ন পূরণে তিনি সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছেন কাদের এমন প্রশ্নের জবাবে শাওন বলেন, সেটা সিলেটের ফুটবল প্রেমী মানুষের। তাদের সরব উপস্থিতি মাঠে আমাদের শক্তি বাড়িয়ে দেয় অনেক গুণ। আশা করছি টুর্নামেন্টের বাকি খেলাগুলোতে দর্শকরা আমাদের সেই সাপোর্ট দিয়ে যাবেন।
একাদশ শ্রেণির ছাত্র শাওন দুই ভাই এক বোনের সংসারে সবার ছোট। আসলে ছোট্ট শাওন অনেক বড় স্বপ্ন দেখছেন।
## আফগানদের উড়িয়ে দিতে চায় বাংলাদেশ
ছামির মাহমুদ/বিএ