দল ও জোটের নির্বাচনী ইশতেহারে চাই নিরাপদ সড়কের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২১ অক্টোবর ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে নিরাপদ সড়কের জন্য অঙ্গীকার চেয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রোববার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোট নির্বাচিত হলে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কী কী পদক্ষেপ নেবে তার সুষ্পষ্ট ঘোষণা তাদের নির্বাচনী ইশতেহারে দেখতে চাই।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল চলছে। এই মিছিল থামানো জরুরি। যতদিন প্রশিক্ষিত চালক, ত্রুটিমুক্ত সড়ক, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ না হবে ততদিন নিরাপদ সড়ক নিশ্চিত হবে না। যাত্রী সচেতনতা, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সড়কে মৃত্যুর মিছিল থামানো না গেলে নিরাপদ সড়ক দিবস পালনের মর্মার্থ নেই। তাই সড়ক দুর্ঘটনা ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পরিবহন মালিক, শ্রমিক, সরকার ও যাত্রী সাধারণের সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা আজ অত্যন্ত জরুরি।

এসআই/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।