‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিলের দিন নির্ধারণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২১ অক্টোবর ২০১৮

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন। এরপর তফসিল নিয়ে বৈঠক করবে ইসি। বৈঠকের পর তফসিলের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৩৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে গত ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠক শেষে সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

আজ সচিব বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছি। তিনি সময় দিলে দেখা করা হবে। আমরা এখনো সময় পাইনি। পেলে জানানো হবে। এরপর তফসিলের জন্য আরেকটি সভা করা হবে।

আজকের কমিশন সভায় সংশোধিত আচরণবিধি ২০০৮ এর অনুমোদন দেয়া হয়েছে। মাত্র দুটি বিষয়ে সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এতে রয়েছে জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। আরেকটি হলো- পোস্টারের মধ্যে কাপড় শব্দটিও ছিল, এই কাপড় শব্দটি বাদ দেয়া হয়েছে।

বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালা আরও পর্যবেক্ষণ করা হবে বলে সভায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

এইচএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।