পোলিং এজেন্টদের প্রশিক্ষণের কথা ভাবা হচ্ছে : সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২১ অক্টোবর ২০১৮

নির্বাচন কমিশন প্রথমবারের মতো এ বছর পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ইনস্টিটিউটে রোববার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না ইসি । জনগণের চাওয়া বুঝে কাজ করবে ইসি। এ জন্য জনগণের চাওয়া বুঝে ইসির সব কর্মকর্তাকে কাজ করতে হবে। তবে সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।’

নুরুল হুদা বলেন, ‘রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে নির্বাচন কমিশনকে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন।’

এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ভোট কেন্দ্র ও জাল ভোট ঠেকাতে ইভিএমের বিকল্প নেই।’

এইচএস/এনডিএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।