একে একে চলে গেল পরিবারের ৬ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ এএম, ২১ অক্টোবর ২০১৮

রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ার গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাগরও (১২) মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনের মৃত্যু হলো।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাগরের।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, আগুনে সাগরের শরীরের ৬৬ শতাংশ পুড়ে যায়।

এ দুর্ঘটনায় নিহত বাকি ৫ জন হলেন- ডাবলু মোল্লা, আফরোজা আক্তার পূর্ণিমা, সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম ও মুসলিমা। তবে পরিবারের আরও দুই সদস্য দগ্ধ অবস্থায় এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তারা হলেন- আঞ্জু আরা (২৫) ও আব্দুল্লাহ সৌরভ (৫)।
গত ১৩ অক্টোবর ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আট জন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।

এআর/এনডিএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।