নতুন ভূখণ্ডে শোক দিবস পালন
সারাদেশের ন্যায় লালমনিরহাটের ৫৯টি নতুন ভূখণ্ডে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী নতুন ভূখণ্ডে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে বাসিন্দারা। পরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদ্য ভূখণ্ডের গোতামারী ছিটমহলের সভাপতি ছকবর হোসেন এই বলেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আজ আমরাও ৬৮ বছর পর স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাই আমরা নতুন বাংলাদেশি হলেও জাতির জনক বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ।
বিলুপ্ত ছিটমহলের আন্দোলনের নেতা ও স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনি সদ্য বিলুপ্ত হয়ে যাওয়া ইতিহাসের পাতায় জায়গা পাওয়া ছিটমহলের বাসিন্দারাও তাদের বন্দিদশা থেকে কখনোই মুক্ত পেত না। আমরা আজ স্বাধীন হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্য। তাই চিরকাল এই মহান নেতার প্রতি আমরা কৃতজ্ঞ।
রবিউল হাসান/এমএএস/এমআরআই