এ দেশের চলচ্চিত্র বাঁচবে বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে
এ দেশের চলচ্চিত্র বাঁচবে বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে- জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথাই বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রতিবারের মতো এবারেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএফডিসিতে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কর্মসূচির শুরু হয় সকাল ৮টায় এফডিসির ভিতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। এফডিসির বিভিন্ন সংগঠন এ সময় শ্রদ্ধা জানায়।
এরপর দুপুরে গণভোজের আয়োজন করা হয়। প্রযোজক সমিতি ও পরিচালক সমিতিতে আয়োজিত আলাদা দুটি গণভোজে ছিলো চলচ্চিত্র কর্মীদের উপচে পড়া ভিড়। এই ভিড়ে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রি নিজেও।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘চলচ্চিত্র নিয়ে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিলো। স্বাধীন বাংলাদেশে তিনি মজবুত ও মানসম্পন্ন চলচ্চিত্রের শিল্প গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে। সাধ্যের সবটুকু নিয়েই সরকার এদেশের চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, ‘মাঝে কিছু সময় চলচ্চিত্রের জন্য খুব খারাপ গেছে। সব প্রতিকূলতা কাটিয়ে এখন অনেক মানসম্পন্ন ছবি আমরা দর্শকদের উপহার দিতে পারছি। এজন্য নির্মাতা ও কলাকুশলীদের কাছে সরকার কৃতজ্ঞ।’
এসময় চলচ্চিত্রের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন তথ্যমন্ত্রি। পাশাপাশি, নতুনদের ভিন্ন ধারার চিন্তা ও গল্প নিয়ে চলচ্চিত্রে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রযোজক সমিতির নেতা খুরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান ও অন্যান্যরা এফডিসির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
এলএ/আরআইপি