ভূমধ্যসাগরে নৌকাডুবে ৪০ অভিবাসীর মৃত্যু


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০১৫

দক্ষিণ ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪০ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। ইতালীয় নৌ বাহিনীর কর্মকর্তারা শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

টুইটারে পোষ্টে বলা হয়, নৌ বাহিনীর কর্মকর্তারা ভূমধ্যসাগরে নৌকা থেকে  কয়েক শ’ অভিবাসীকে উদ্ধারের চেষ্টা করেছেন। অন্যদেরকে উদ্ধার করেছেন। এছাড়া এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন মারা গেছেন।

নৌকাটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরে নৌ বাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নৌকাটি ডুবে যায়নি। এসময় অন্তত ৩ শ` অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ইতালির সংবাদ সংস্থা আনসা নিউজ অ্যাজেন্সি জানায়, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে নৌকাটি ছিল। এতে ৪শ` অভিবাসী ছিল।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের পরিমাণ বেড়ে গেছে। গত মঙ্গলবার এই সাগরে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া চলতি সপ্তাহে ২ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।