রংপুরে জাতীয় শোক দিবস পালিত


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৫ আগস্ট ২০১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ণ, শোক র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রামান্য চিত্র প্রর্দশন ও বিশেষ মোনাজাত।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ণ করে বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে টাউন হলে আলোচনা সভা ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

জিতু কবীর/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।