টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৫ আগস্ট ২০১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি হুমায়ুন কবীর জানান, বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হলে নারী, শিশুসহ ও অপর যাত্রীরা আহত হয়।

স্থানীয় লোকজন, দমকল বাহিনীর কর্মীরা ও মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কুমুদিনী হাসপাতালে ভর্তিকৃত টাঙ্গাইল সদরের সাদ্দাম হোসেন (২০), ভুয়াপুরের সোহরাব আলী(৪৫), আব্দুল হাকিম(৪৭), ঘাটাইলের হযরত আলী (৬০) ও মর্জিনা বেগম (২২) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।