সাঙ্গু নদীতে ডুবে যাওয়া নটরডেম কলেজছাত্রের খোঁজ মেলেনি


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৫ আগস্ট ২০১৫

বান্দরবানের সাঙ্গু নদীতে নটরডেম কলেজছাত্র অনিলা ত্রিপুরার তিনদিনেও খোঁজ পাওয়া যায়নি।  

গত বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়ার পর থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক দফা তল্লাসি চালিয়েও ডুবুরিরা তার সন্ধান পাননি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ডুবুরিরা নিখোঁজ ছাত্রের খোঁজে এক দফা তল্লাসি চালিয়ে অভিযান স্থগিত করে।  পরে গতকাল শুক্রবার স্থানীয় ডুবুরিদের সঙ্গে যোগ দেয় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  ডুবরি দল নদীতে ডুবে যাওয়া ছাত্রের সন্ধান না পেয়ে গতকালই ফিরে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রণজিত ধর জানান, শনিবার সকালেও আমরা কলেজ ছাত্রের সন্ধানে নদীতে তল্লাসি চালায়।  পরে তার সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করি।  ধারণ করা হচ্ছে সে নদীর স্রোতে ভেসে গেছে।

প্রসঙ্গত, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আমতাপাড়ার বাসিন্দা অনিলা ত্রিপুরা এ বছর ঢাকার নটরডেম কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করে।

সৈকত দাশ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।