লন্ডন এক্সপ্রেসে মিলল ইয়াবা
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে লন্ডন এক্সপ্রেসের একটি বাস থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী লন্ডন এক্সপ্রেসে করে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে আসে চালক ও তার সহযোগী।
আটককৃতরা হচ্ছেন- বাস চালক মো. আবদুল হামিদ (৬০) ও সহযোগী মো. রেজওয়ান (১৯)। আব্দুল হামিদের বাড়ি শরিয়তপুরে এবং রেজওয়ানের বাড়ি কক্সবাজারে।
এক বিজ্ঞপ্তিতে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, র্যাবের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ইয়াবা ছাড়াও তাদের কাছে মাদক বিক্রির ৩১ হাজার ১০০ টাকা ও ব্যবহারের ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন কায়দায় মাদকের চালান ঢাকায় এনে থাকে। কক্সবাজার থেকে আসা প্রতিটি বাসেই কম-বেশি মাদকের চালান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে থাকে। চালাক জানায়, সে তার বাসে বিশেষ স্থানে লুকিয়ে মাদকের চালান নিয়ে এসেছে। প্রায়শঃই চালাক বড় ধরনের চালান নিয়ে ঢাকায় আসে।
তবে মাদক পরিবহনের সঙ্গে বাস মালিক বা সুপারভাইজারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তারা।
এআর/জেএইচ/জেআইএম