মাল্টা দ্বীপের স্বপ্নকন্যা ববি
ইউরোপের সমুদ্রে ঘেরা ছোট্ট এক দ্বীপরাষ্ট্র মাল্টার জীবনযাত্রা ঘিরেই ছবির গল্প। ছবির নামও রাখা হয়েছে ‘মাল্টা’। চিত্রনায়িকা ববি এবার সেই দ্বীপের স্বপ্নকন্যা হয়েই ধরা দিবেন।
সম্প্রতি ঢাকাই ছবির অ্যাকশান গার্লখ্যাত চুক্তিবদ্ধ হলেন ‘মাল্টা’ নামের এই নতুন ছবিতে। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক ইফতেখার চৌধুরী। ছবির গল্পটিও লিখেছেন তিনি।
ছবিটি প্রযোজনা করছে যুক্তরাজ্যের কেবি পিকচার্স, ট্রাইটন ফিল্ম প্রডাকশনস ও পল আবেলা নামে ইউরোপের এক সংগীত পরিচালক। ছবির প্রধান প্রযোজক জন ডিবানো (ট্রাইটন ফিল্ম)। এমন তথ্যই দিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
এ ছবি নিয়ে ফেসবুকে ইফতেখার চৌধুরী জানান, মোশাররফ করিম ও রিয়া সেনকে নিয়ে যুক্তরাজ্যে মোটকা নামে একটি ছবির কাজ করার কথা ছিল। কিন্তু কাজটি আর হয়নি। সেই সময়ই মাল্টা ছবির প্রযোজকদের সঙ্গে তার আলাপ হয়।
পরিচালক জানান, মাল্টা নামটি প্রাথমিকভাবে রাখা হয়েছে। এটি পরিবর্তনও হতে পারে। সেইসাথে এখনও ঠিক হয়নি ছবির নায়ক কে থাকবেন। কলকাতা বা বাংলাদেশ থেকে নায়ক খোঁজা হচ্ছে বলে জানালেন পরিচালক।
তিনি আরো জানালেন, ছবির কাজ ৮০ ভাগ বাংলায় ও ২০ ভাগ ইংরেজি ও মাল্টার স্থানীয় ভাষায় হবে। পুরো শুটিং হবে মাল্টাতে। ১৫ অক্টোবর থেকে শুরু হবে এর শুটিং।
এলএ/এমআরআই