মানুষকে ভালবাসা ছিল বঙ্গবন্ধুর যোগ্যতা
১৯৭১ সালে যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুর একটি সাক্ষাৎকার নেন। এক প্রশ্নে তিনি বঙ্গবন্ধুর ‘যোগ্যতা’ জানতে চান। উত্তরে বঙ্গবন্ধু বললেন, ‘আমি আমার (বাংলার) মানুষকে ভালোবাসি।’ ফ্রস্ট যখন বঙ্গবন্ধুর অযোগ্যতা জানতে চাইলেন তখন তিনি উত্তর দিলেন, ‘আমি আমার (বাংলার) মানুষকে বেশি ভালোবাসি।’
শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায়’ এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। তার মৃত্যুর পর যখন কেউ তাকে নিয়ে কথা বলার সাহস করতো না সে সময় একটি ভাষণে তার কথা তুলেছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। ভাষণে তিনি বলেছিলেন, ‘বড় নেতারদের মধ্যে জিন্নাহ’র কোটি কোটি ভক্ত ছিল। তবে তার নিজস্ব কোন ভাষা, দেশ, জনগোষ্ঠী ছিলনা। গান্ধীতেও কিছুটা ঘাটতি ছিল। তবে ছিলনা বঙ্গবন্ধুর।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেও তিনি লিখেছেন, ‘একজন মানুষ হিসেবে আমি সমগ্র জাতির জন্য ভাবি।’ এতেই মানুষ হিসেবে বঙ্গবন্ধুর পরিপূর্ণতা বোঝা যায়।
বঙ্গবন্ধুকে সর্বকালের শ্রেষ্ঠ নাগরিক উল্লেখ করে কামাল চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জনক তিনি। তিনিই প্রথম সার্বভৌম নায়ক যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৮ বার কারাগারে গিয়েছেন, ১২ বছর জেল খেটেছেন। পাকিস্তানি জেলখানা এলাকার ভেতর তার জন্য কবর খোড়া হয়েছিল তবে বাংলার মানুষের ভালবাসায় তিনি ফিরে এসেছেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে তিনি বলেন, এটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটি। এই ভাষণের পর বাংলার ৭ কোটি মানুষকে দাবিয়ে রাখা যায়নি।
বক্তৃতা শেষে তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদ বেগম মুজিবুর রহমান, শেখ কামাল, শেখ জামাল ও অন্যান্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিসিএস (প্রশাসন) একাডেমি এবং বিয়াম ফাউন্ডেশন। এ সময় অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআর/এসকেডি/এমএস