ট্যাব মেলায় উপচে পড়া ভিড়
শেষ দিনেও তিল ধারণের ঠাঁই নেই রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো মেলায়। তিন দিন ব্যাপী এই মেলা শেষ হচ্ছে আজ। কাজেই শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সবাই।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকালে মেলার গেট খোলার পর থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা বলছেন মেলা আরো দু’দিন চললে ভালো হতো। মেলায় অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখা গেল স্যামসাংসহ প্রায় সব স্টলে বিশাল লাইনে দাড়িয়ে বিশেষ ছাড়ে মোবাইল সেট, ট্যাব কিনছেন কিংবা কোম্পানিগুলোর অফার লুফে নিচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা।
এডাটা, স্টাইলাস, গোল্ডব্র্যান্ড, সনি, ম্যাক্রিমাস, অপ্পো, মাইসেল, আসুস, লেনোভো, কন্টিগো, এইচটিএস, ওকাপাই ইত্যাদি স্টলগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই।
দর্শকরা মেলায় আসা সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। পাশাপাশি মেলার প্রথম দিন থেকেই উন্মুক্ত করা হচ্ছে একাধিক ব্র্যান্ডের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন ও ট্যাব।
গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তা জাকির হোসেন জাগো নিউজকে বলেন, মেলায় টেলিকমিউনিকেশন সংক্রান্ত সব পণ্যই দর্শকদের ভীষণ আকৃষ্ট করেছে। প্রমোশন ছিল প্রত্যাশার চেয়েও অনেক বেশি।
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস স্মরণে বিশেষ একটি প্যাভিলিয়নেরও আয়োজন রয়েছে ট্যাব মেলার শেষ দিনে। আয়োজকরা জানিয়েছেন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
আরএম/এসকেডি/এমএস