লাশ দেখে লাশ হয়েই বাড়ি ফিরলেন দুই নারী
যশোরের ঝিকরগাছায় লাশ দেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই নারী মারা গেছেন। এই ঘটনায় আরো এক জন আহত হয়েছেন বলেও জানা গেছে। শনিবার সকালে উপজেলার ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বল্লা গ্রামের আবুল কাশেমের স্ত্রী সখিনা খাতুন (৫৫) ও মৃত ইন্তাজ আলীর স্ত্রী কোহিনুর বেগম (৬০)। আর গুরুতর জখম একই গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী সখিনা খাতুন (৬০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে বল্লা গ্রামের বয়োবৃদ্ধ সুরোত আলী সরদারের (৯০) মরদেহ দেখে ঝিকরগাছা-বাঁকড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বালু ভুর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারী মারা যান। আর আহত সখিনাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
মিলন রহমান/এসকেডি/এমএস