কাঁথার ভেতর সেলাই করা ২৪০০ ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকা থেকে ২৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। কাঁথার ভেতর অভিনব কায়দায় দুই পরতে সেলাই করা ছিল ইয়াবাগুলো।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- মো. নাসিম উদ্দিন ওরফে ঠান্ডু, কিবরিয়া আহমেদ ওরফে শামীম আহমেদ ও সাব্বিরুল হাসান ওরফে ইমন।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে নিমতলী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম।

ডিএমপি জানায়, সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি করে তাদের ব্যাকপ্যাকের ল্যাপটপ রাখার চেম্বারে ইয়াবা ট্যাবলেট কাঁথার মতো করে সাজিয়ে রাখতে দেখা যায়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’তে মামলা করা হয়েছে।

এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।