দিনে হাসপাতালে চাকরি রাতে ইয়াবা বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

ইয়াবা বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম (৩৬) নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে আটক করেছে র‌্যাব-৩।

আমিনুল ইসলাম ঢামেক হাসপাতালের মহিলা সার্জারি বিভাগের ১০৯ নম্বর ওয়ার্ডের অফিস সহকারী হিসেবে কর্মরত।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ভবন চত্ত্বরের সামনে ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করার কথা জানিয়েছেন র‌্যাব-৩ এর (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মারুফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল ইসলামকে ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত আমিনুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেজর মারুফ বলেন, দীর্ঘদিন ধরেই সে নিজে ইয়াবা সেবন করে এবং মাঝে-মধ্যে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাড়তি আয়ের জন্য আটক আমিনুল দিনে হাসপাতালে চাকরি শেষে রাতে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার সাথে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

জেইউ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।