চট্টগ্রামে ভারী বর্ষণে দেয়াল ধস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৪ অক্টোবর ২০১৮

ভারী বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে লাল্টু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। দেয়াল ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাত পৌনে দুইটার দিকে রহমান নগর ও হিলভিউ আবাসিকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদ নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মো. তালেব জাগো নিউজকে বলেন, ‘হিলভিউ আবাসিকের রহমান নগর প্রান্তে পাহাড়ের ঢালে থাকা একটি দেয়াল ধসে নিচে বস্তির উপর পড়েছে। এতে লাল্টু নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘দেয়াল ধসে পড়ার খবরে হুড়োহুড়িতে পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। তাদের কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে।’

স্থানীয় বাসিন্দা মিঠু চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ভারী বৃষ্টিপাতের সময় রহমান নগরের একটি বস্তির কয়েকটি ঘরের উপর পাশের একটি দেয়াল ধসে পরে। দেয়ালের নিচে অনেকেই চাপা পরেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে একজন মারা গেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সর্ভিসের দল পৌঁছেছে।’

এদিকে শনিবার দুপরেই চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি ও পাহাড় ধসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহওয়া অধিদফতর। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মিলি পারভিন জাগো নিউজকে বলেন, ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।’

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।