ফেলানী হত্যা : ভারতের সুপ্রীম কোর্টে মামলা দায়ের


প্রকাশিত: ০৩:১২ এএম, ১৫ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মেয়ে হত্যার ন্যায় বিচার পেতে ভারতের সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। শুক্রবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মাধ্যমে এবং ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) সহযোগীতায় তিনি এ মামলা করেন।

এর আগে গত ৮ জুলাই দুপুরে আসকের মাধ্যমে মাসুম এর নির্বাহী পরিচালক কিরীট রায়ের কাছে ফেলানী হত্যা ন্যায় বিচারের কার্যকরী উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে একটি আবেদন জানান তিনি।

ফেলানীর বাবা নুর ইসলাম জানান, দুই দফা সাক্ষ্য দেয়ার পরও তার মেয়ের হত্যার ন্যায্য বিচার পাননি তিনি। তার মতে অমিয় ঘোষের ফাঁসি হওয়া উচিৎ ছিল। তা না করে ভারতের বিএসএফ  বিচারের নামে তামাশা করেছে। তাই ভারত সরকারের কাছে সঠিক বিচার পাবার আশায় উপরোক্ত সিদ্ধান্ত  নিয়েছি।

আসকের সিনিয়র উপ-পরিচালক টিপ সুলতান জানান, ফেলানীর বাবা নুরুল ইসলাম মাসুম এর নির্বাহী পরিচালক কিরীট রায়ের কাছে ভারতের উচ্চ আদালতে মেয়ে হত্যার বিচার চেয়ে একটি আবেদন করেছিলেন। তারই প্রেক্ষিতে শুক্রবার মাসুম মামলাটি দায়ের করেছে।

নাজমুল হোসেন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।