বাণী-বচন : ১৫ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০২:১৭ এএম, ১৫ আগস্ট ২০১৫

বাগান
সর্বশক্তিমান খোদা সর্বপ্রথম একটি বাগান স্থাপন করেন। আর বস্তুতপক্ষে বাগানই হচ্ছে মানবিক আনন্দের সবচেয়ে পবিত্র উৎস। - বেকন

রবি কিরণের চুম্বনে আনে ক্ষমা,
পাখির কাকলী দিয়ে আনন্দ জমা।
বাগিচার মাঝে স্রষ্টার নৈকট্য যত
ধরণীতে আর বুঝি কোথা নেই তত।  - ডরথি প্রান্সিন গানি

খোদাকে খোঁজার সবচেয়ে ভাল জায়গা হচ্ছে বাগানের মধ্যে তাকে খোঁজ, তুমি তার জন্য মাটি খুঁড়ে তাকে খুঁজতে পার। - জর্জ বার্নাড শ

যে বাগান ভালোবাসে, সে গৃহের সজীবতাকেও ভালোবাসে। - কুপার

বচন
ঋণ, রোগ, আগুন
শেষ রাখলে বহুগুণ।
অর্থ : ঋণ, রোগ, আগুন প্রভৃতি সমূলে শেষ করা উচিত না হলে তা পরে বহুগুণে বৃদ্ধি পায়- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।