গোদাগাড়ীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ আগস্ট ২০১৫

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বারুপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে নাহিদ (১০) এবং মহিষালবাড়ি শিবসাগর এলাকার নাজমুল হকের ছেলে রিফাত (১২)।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে নাহিদ তার নানার বাড়ি উপজেলার সারাংপুরে যায়। এরপর দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের না জানিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার নানার বাড়ির সদস্যদের মনে সন্দেহ হয়। এরপর তারা গোদাগাড়ী ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্সে বিষয়টি অবহিত করেন।

বিকেল ৪টার দিকে নাহিদের মরদেহ ডুবুরিরা পদ্মা নদী থেকে উদ্ধার করেন। নাহিদ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে রিফাত বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পুকুরের পাড় থেকে সে ঝাঁপ দিচ্ছিল। একপর্যায়ে পুকুরে থাকা আরেক শিশুর সঙ্গে ধাক্কা লাগে। এতে রিফাত মাথায় আঘাত পায়।

পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর শুক্রবার বিকেলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়। রিফাত মহিষালবাড়ি আল ইসলা ইসলামিয়া একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, দুই শিশুর মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।