আবারও সরব সদরঘাট, ছেড়ে যাচ্ছে লঞ্চ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩১ পিএম, ১১ অক্টোবর ২০১৮

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে থমকে পড়া নৌবন্দর সদরঘাট আবারও সরব হয়ে উঠেছে। গতকাল (বুধবার) বিকেল ৫টার পর থেকে প্রায় ২০ ঘণ্টা লঞ্চ/স্টিমার চলাচল বন্ধ থাকলেও আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার পর থেকে ফের নৌ-জাহাজ চলাচল শুরু হয়।

ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের ডেকে লঞ্চে নেয়ার জন্য শ্রমিকদের উচ্চকণ্ঠে হাঁকডাক, লঞ্চ/স্টিমারের সজোরে ভেঁপু বাজানো ও বাক্সপেটরা নিয়ে কুলিদের দৌড়ঝাঁপে স্বাভাবিক রূপে ফিরেছে সদরঘাট।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডিব্লিউটিএ) যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, সদরঘাট লঞ্চঘাট থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০টি লঞ্চ/স্টিমার ছেড়ে যায়।

তিতলির কারণে সাময়িকভাবে বিভিন্ন রুটে লঞ্চ/স্টিমার বন্ধ থাকায় আজ দুপুর দুপুর ২টার পর থেকে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল আবার শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আনুমানিক ৩০টির বেশি লঞ্চ/স্টিমার ছেড়ে গেছে।

রাত ১২টা পর্যন্ত ৭০ থেকে ৮০টির সবগুলো লঞ্চ/স্টিমার ছেড়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, উপকূলবর্তী তিনটি এলাকা হাতিয়া, বেতুয়া ও রাঙ্গাবালিতে লঞ্চ যাবে না- এই বিশেষ শর্ত সাপেক্ষে নৌযান চলাচল করতে অনুমতি দেয়া হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।