ব্লগাররা আজ একটা শক্তি : সৈয়দ হাসান ইমাম
ব্লগাররা আজ একটা শক্তি। সে জন্য তাদের বাধাগ্রস্থ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সৈয়দ হাসান ইমাম। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্লগার নীলাদ্রি চট্রোপাধ্যায় হত্যার প্রতিবাদে নাগররিক শোক সভায় তিনি এ কথা বলেন। গণ জাগরণ মঞ্চ এ শোক সভার আয়োজন করে।
শোক সভায় বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে কথা না বলে উল্টো নসিহত করছেন। পুলিশের আইজিপি সীমানা নির্ধারণ করে দিচ্ছেন; কি লিখতে হবে, কি লিখতে হবে না। যখন পুলিশ এভাবে সীমা নির্ধারণ করে দেয়, তখন তা চিন্তার কারাগারে পরিণত হয়। সমাবেশ শেষে সন্ধ্যায় এ পর্যন্ত খুন হওয়া গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগারদের স্মরণে আলোক প্রজ্বলন করা হয়।
সভায় নিহত অভিজিৎ রায়ের পিতা ড. অজয় রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, নিহত ব্লগার রাজীব হায়দারের পিতা ডা. নাজিম উদ্দিন এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার প্রমুখ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, চিরকাল যারা মুক্তচিন্তার চর্চা করেছেন তাদের উপর আঘাত হয়েছে। তেমনি আজকে যারা মুক্তচিন্তার কথা বলছেন তাদের উপরও একটা ধর্মগোষ্ঠী থেকে আঘাত আসছে।
তিনি আরো বলেন, আমাদের গোয়েন্দা সদস্যরা অনেক যোগ্য। তারা রাজনীতির বাইরে এসে কাজ করলে এসব অপরাধীদের ধরা সম্ভব।
অধ্যাপক মেসবাহ কামাল বলেন, নিলয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্র। সেখানে সে যুক্তি শিখেছে। আর সে যুক্তি দিয়ে সবকিছুকে ব্যাখা করতে চেয়েছে। কিন্তু আজকে তাকে নাস্তিকের অপবাদ নিয়ে চলে যেতে হয়েছে। তিনি বলেন, অসাম্প্রদায়িকতার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংগঠন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, আজ সে সংগঠনও এসব প্রচার গ্রহণ করছে।
তিনি আরো বলেন, বর্তমানে ব্লগে লেখালেখির কারণে হত্যা করা হচ্ছে। কিন্তু হুমায়ুন আজাদ, উদীচী, ছায়ানট তারাও কি ব্লগে লিখেছে? এগুলোর একমাত্র ইস্যু জামাত-শিবির নিষিদ্ধ করার চেষ্টা।
এমএইচ/এএইচ/পিআর