মোবাইল নেটওয়ার্কের বাইরে নেয়া হচ্ছে রোহিঙ্গাদের
মোবাইল নেটওয়ার্কের বাইরে নেয়া হচ্ছে রোহিঙ্গাদের। তারা যেন মোবাইল সুবিধা না পায় সেজন্য অপারেটরগুলোকে ইতোমধ্যে ব্যবস্থা নিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
মোবাইল ফোন অপারেটরগুলোকে মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
এ বিষয়ে বুধবার বিটিআরসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সামিউল খান জাগো নিউজকে বলেন, বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া সিম বিক্রি, বিপণন ও ব্যবহারের সুযোগ না থাকায় বিটিআরসি এ ব্যবস্থা নিচ্ছে। দুই একদিনের মধ্যেই রোহিঙ্গাদের মোবাইল নেটওয়ার্কের বাইরে নিতে শুরু করবে মোবাইল অপারেটরগুলো।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশন কর্মকর্তা সাইয়েদ তালাত কামাল জাগো নিউজকে জানান, এ বিষয়ে তারা কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছেন।
এর আগে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির বিষয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অপারেটরদের সতর্ক করেছিলেন। ২০১৭ সালে অপারেটরদের এ বিষয়ে বিশেষ নজরদারি করতে বলা হয়েছিল।
আরএম/এএইচ/এমএস