ভোলায় একসঙ্গে দুই মন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের উন্নয়নে কোনো সমস্যা নেই। বর্তমানে ভোলাসহ উপকূলে নদী ভাঙন উন্নয়নে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, গ্যাস সমৃদ্ধ ভোলাকে দেশের উন্নয়নের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের প্রধান বাঁধা হয়েছে এ নদী ভাঙন।
ভাঙনরোধে সার্বিক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে ভোলায় আসেন। এদিকে গত ১৭ দিন ভয়াবহ নদী ভাঙনে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটসহ এক কিলোমিটার এলাকা মেঘনা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে জেলা শহর হুমকির মধ্যে রয়েছে।
এ অবস্থায় আজ পানিসম্পদ মন্ত্রীসহ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হেলিকপ্টারযোগে ভোলায় এসে ভাঙন এলাকা পরির্দশন করেন। পরে ইলিশা ভাঙন কবলিত এলাকায় এক পথ সমাবেশে বক্তব্য রাখেন। এসময় এলাকার কয়েক হাজার মানুষ ভাঙন রোধে সিসি ব্লক স্থাপন ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অমিতাভ অপু/এমজেড/পিআর