এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৯ অক্টোবর ২০১৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদক উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর দেড় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।  দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অনুসন্ধানে ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।