নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধের দাবি


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৯ অক্টোবর ২০১৪

গণমাধ্যমে সম্প্রচারিত নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচার বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে মাদক বিরোধী বিভিন্ন সংগঠন। একই সাথে অক্টোবর মাসের ৯ তারিখকে জাতীয় তামাক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনগুলো।
 
মানববন্ধনে প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, সরকার তামাক নিয়ন্ত্রেণের নানা উদ্যোগ গ্রহণ করলেও তামাক কোম্পানিগুলো বিভিন্ন কূটকৌশল ব্যবহার করে তামাকের প্রচার প্রচারণা চালাচ্ছে। এটা আমাদের দেশের আইনে নিষিদ্ধ।
 
তিনি আরও বলেন, ১৯৯৮ সালের ৯ অক্টোবর বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে বহুজাতিক তামাক কোম্পানির সিগারেটের প্রচারণামূলক জাহাজ ‘ভয়েজ অব ডিসকভারি’ বাংলাদেশে আসার আগেই হাইকোর্ট রুল জারি করে তা বন্ধ করে দেয়।
 
হেলাল আহমেদ বলেন, গণমাধ্যমে ধূমপানের দৃশ্য বন্ধের জন্য টিভি চ্যানেল অ্যাসোসিয়েশনকে (এ্যাটকো) এগিয়ে আসতে হবে।
 
প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্ত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- ‍মানবিক’র সভাপতি রফিকুল ইসলাম মিলন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডাব্লিউবিবি) সদস্য আমিনুল ইসলাম সুজন, সৈয়দা অনন্যা রহমান, মুক্তি বেগম প্রমুখ।

মানববন্ধনের আয়োজন করে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশা, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও মানবিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।