গাছ রক্ষার দায়িত্ব সবার : মেনন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গাছ লাগানোর দায়িত্ব আমাদের সবার এবং গাছ রক্ষায় দায়িত্বও সবার। কারণ এই গাছই আমাদের অক্সিজেন দেবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিনামূল্যে গাছের চারা বিতরণ-২০১৮’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের সৌজন্যে আনজুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সহযোগিতায় মইনীয়া যুব ফোরাম এই আয়োজন করে।

মেনন বলেন, বাংলাদেশ পরিবেশ রক্ষায় বিশ্বে প্রথম সারিতে এগিয়ে আছে। যদিও এই পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা একেবারে নেই। যেখানে বড় বড় দেশগুলো পরিবেশ দূষণের জন্য দায়ী, সেখানে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট করে সারাদেশের পরিবেশ রক্ষায় যে কার্যক্রম গ্রহণ করেছে সেটা ইতোমধ্যে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

মইনীয়া যুব ফোরাম বিনামূল্যে গাছের চারা বিতরণের এই আয়োজন করেছে। পর্যায়ক্রমে ৫০ লাখ চারা বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এই পরিকল্পনাকে অভিনন্দন জানিয়ে মেনন বলেন, গাছ কাটা নয়, আমরা যদি একটি গাছ কাটি তাহলে যেন তিনটি গাছ লাগাই।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, আনজুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সম্পাদকমণ্ডলীর সদস্য এ আলী আহমদ নান্টু, মো. পলক চৌধুরী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আসলাম প্রমুখ।

এইউএ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।