স্বাক্ষর জালিয়াতি নিয়ে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্কবার্তা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন আন্তর্জাতিক দিবস উপলক্ষে মিথ্যা প্রকাশনার নাম করে বিজ্ঞাপন চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে অর্থ আদায়ের জন্য জালপত্র পাঠানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের জালপত্রের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) এর ফোন নম্বরে (৯৫৬২৯৫২) যাচাই করার জন্য বলা হয়েছে।

জেপি/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।