বর্জ্য অপসারণে পুরস্কার পাচ্ছেন ডিএসসিসির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

গত কোরবানির ঈদে ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছিল বলে দাবি ডিএসসিসির। এ কাজের জন্য ১১ হাজার ২৭১ জন পরিচ্ছন্ন কর্মী মাঠে ছিলেন। এই অল্প সময়ে কোরবানির বর্জ্য অপসারণে যাদের বেশি ভূমিকা ছিল, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

সূত্র জানিয়েছে, পরিচ্ছন্ন কর্মী, ড্রাইভার, কর্মকর্তা, পরিদর্শক, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ ১২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে। পুরস্কার বাবদ মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ৪ লাখ টাকা খরচ করবে কর্পোরেশন।

কারা পুরস্কার পাবে সে বিষয়ে ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ১২টি ক্যাটাগরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘গত কোরবানি ঈদে ২৪ ঘণ্টায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। এ সফলতাকে আরও উৎসাহ দেয়ার জন্য এ পুরস্কার দেয়া হচ্ছে।’

এএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।