অবৈধভাবে সিম বিতরণ : গ্রামীণফোনের কর্মকর্তাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৭ অক্টোবর ২০১৮

বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে সিম (SIM) বিতরণের অভিযোগে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমানসহ প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণে অবৈধ সিম উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার দুপুর ১২টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।