পেশোয়ারে স্কুলে বোমা হামলার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড
গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি সেনা শাসিত স্কুলে বোমা হামলায় ১৫১ জনের মৃত্যুর ঘটনায় ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সেনাবাহিনীর একটি আদালত। বৃহস্পতিবার রায়ের পর সেনাবহিনীর গণমাধ্যম শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ওই হামলায় শিশুসহ ১৫১ জনের মত্যুর ঘটনার পর প্রতিষ্ঠিত সামরিক আদালতে দেয়া এটিই প্রথম রায় যেখানে ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ থেকে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফ ওই সাতজনের রায় অনুমোদন করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে সিন্ধু প্রদেশের পেশোয়ারে একটি সেনা স্কুলে তালেবান সন্ত্রাসীদের বোমা হামলার ঘটনায় ১৫১ জন নিহত হন যাদের মধ্যে ১৪০ জনের বেশি শিশু।
আলোচিত ওই ঘটনার পর বিচারের জন্য দেশিটর সংবিধানে ২১তম সংশোধনী এনে সামিরক আদালত গঠন করা হয়।
বিএ