আইএসবিরোধী বিমান হামলায় অংশ নিচ্ছে কানাডা


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৯ অক্টোবর ২০১৪

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী বিমান হামলায় অংশ নিতে যাচ্ছেন কানাডিয়ান সেনারা। দেশটির পার্লামেন্টে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের কনজারভেটিভ দলীয় সংসদ সদস্যরা ওই প্রস্তাবে সমর্থন দেন। ১৫৭ ভোটের মধ্যে প্রস্তাবের পক্ষে পড়ে ১৩৪ ভোট। প্রস্তাব অনুযায়ী কানাডিয়ান সেনারা ৬ মাস ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালাতে পারবেন।

তবে প্রধানমন্ত্রী হার্পার স্থল অভিযানের কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন। প্রস্তাব অনুসারে কানাডার অন্তত ছয়টি সিএফ-১৮ মডেলের যুদ্ধবিমান ওই অভিযানে অংশ নেবে। আর এ অভিযানে দেশটির প্রায় ৬০০ সেনার অংশগ্রহণ থাকবে।

প্রসঙ্গত, কানাডার বেশকিছু সামরিক উপদেষ্টা ইতোমধ্যে ইরাকে অবস্থান করছেন। তবে সিরিয়া সরকারের অনুমতি না থাকায় দেশটিতে কোনো অভিযান পরিচালনা করবেন না কানাডিয়ান সেনারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।