শুরু হলো আন্তর্জাতিক পর্যটন মেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ এএম, ০৫ অক্টোবর ২০১৮
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ফাইল ছবি

অষ্টমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক পর্যটন মেলা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এই মেলার। চলবে শনিবার পর্যন্ত।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান এ মেলার উদ্বোধন করেন।

দেশ-বিদেশের বিভিন্ন ট্যুরিজম ও হসপিটালিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ ট্যুরিজম বিশেষজ্ঞ ও ব্যক্তিরা এবারও মেলায় অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পর্যটনবিষয়ক তথ্যাবলি উপস্থাপনাসহ মেলা উপলক্ষে ভ্রমণ টিকিটে মূল্যছাড় দিয়েছে।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।