দুই হাজার জনকে চাকরির সুযোগ দিচ্ছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশনে (ইসি) দুই হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিয়োগ দেয়া হবে। এছাড়া কমিশনের কয়েকটি পদে ৭৫ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশনে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার এবং পুনর্বিন্যাস ও দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান তিনি।

মাহবুব তালুকদার বলেন, গতকাল (বুধবার) আমার সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছি। সুপারিশ করেছি, এটা এখন কমিশন সভায় যাবে। তারপর কমিশন অনুমোদন দিলেই এটাকে পদোন্নতি বলা যাবে। তবে প্রয়োজনের তুলনায় এই পদোন্নতি খুবই অপ্রতুল বলেও জানান এ নির্বাচন কমিশনার।

তিনি বলেন, পদোন্নতির জন্য সুপারিশ করা ৭৫ জনের মধ্যে কোনো যুগ্ম-সচিব নেই। এর মধ্যে ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ২৯ জন উপসচিব এবং ৩৭ জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন।

নতুন পদ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কমিশনে বর্তমানে জনবল তিন হাজার। এখানে আরও ২ হাজার জনবল যুক্ত হলে কমিশন আরও দক্ষ ও শক্তিশালী হবে। সংসদ নির্বাচনের আগেই ৫১৭ উপজেলায় কর্মকর্তা নিয়োগ দিতে চায় ইসি।

তিনি আরও বলেন, কোন প্রক্রিয়ায় এই জনবল নিয়োগ দেয়া হবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জনবল নিয়োগ করে তাদেরকে নির্বাচনে ব্যবহার করা যাবে।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই পত্রিকায় জনপ্রশাসনে পদোন্নতি হচ্ছে, পুলিশে পদোন্নতি হচ্ছে কিংবা তারা পদোন্নতি চাচ্ছেন। নির্বাচন কমিশনেও পদোন্নতির একটা ঢেউ লেগেছে।

এইচএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।