গল টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে
শেখর ধাওয়ান এবং বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিড পেয়েছে ভারত। এই দুই ব্যাটসম্যানের শতকে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে সফরকারীরা। দিনশেষে ১৮৭ রানে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় দিনে শেষে দুই উইকেট হারিয়ে ৫ রান করেছে শ্রীলংকা। শুক্রবার সকালে খেলতে নামবেন কুমার সাঙ্গাকারা (১) এবং নাইটওয়াচম্যান ধাম্মিকা প্রসাদ (৩)।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার গলে আগের দিনের দুই উইকেটে ১২৮ রান নিয়ে খেলতে নেমে শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৭৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ১৯২ রানের লিড পেয়েছে অতিথিরা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শেখর ধাওয়ান এবং অধিনায়ক বিরাট কোহলি শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন। তৃতীয় উইকেট জুটিতে ২২৭ রান করেন তারা। যা তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ১৬২ রান। ১৯৯৩ সালে জুটিটি গড়েছিলেন শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি।
উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান তুলে নেন টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ২৭১ বলে সর্বোচ্চ ১৩৪ রান করেন এই ভারতীয় তারকা। তার এই ইনিংসে চারের মার ছিল ১৩টি। ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাটিতে টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন ধাওয়ান।
এদিন ১১টি আন্তর্জাতিক ইনিংস পর শত রানের দেখা পান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৯১ বলে ১০৩ রান করেন তিনি। তার এই ইনিংসটি ১১টি চারে সাজানো। এক সময় ভারতের রান ছিল দুই উইকেটে ২৫৫। তবে কোহলি আউট হবার পর নিয়মিত উইকেট পড়ায় লিড আরো বড় করতে পারেনি টিম ইন্ডিয়া।
ধাওয়ান-কোহলির বিদায়ের পর শেষদিকে ঋদ্ধিমান সাহা ছাড়া কেউ বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১২০ বলে ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার পক্ষে থারিন্দু কৌশল ১৩৪ রানে ৫টি উইকেট নেন। এছাড়া নুয়ান প্রদীপ ৯৮ রানে পান ৩টি উইকেট। অপর উইকেট দুটি নেন ম্যাথুজ এবং প্রসাদ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতের স্পিনাদের বোলিং তোপে পড়ে শ্রীলংকা। প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। আগের দিনের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান দিমুথ কারুনারাত্নে। এর পরের ওভারেই অমিত মিশ্রার বলে বোল্ড হন কৌশল সিলভা।
এর আগে গল টেস্টের প্রথম দিন থেকেই আধিপত্য বিস্তার করেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে প্রথম দিন ১৮৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
আরটি/আরএস/পিআর