রাস্তায় পড়ে থাকা টাকা ফিরিয়ে দিলেন পুলিশ ও আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০২ অক্টোবর ২০১৮

রাস্তায় ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকা সাড়ে ৩৮ হাজার টাকা কুড়িয়ে সেগুলো ফিরিয়ে দিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য। তারা হলেন পুলিশের ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. জহিরুল ইসলাম ও আনসার সদস্য মো. এবাদুল হোসেন।

ট্রাফিক উত্তর বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর ১টায় উত্তরা ট্রাফিক জোনে দায়িত্ব পালন করছিলেন জহিরুল ইসলাম ও এবাদুল হোসেন। এ সময় তারা রাস্তায় ছড়ানো-ছিটানো অবস্থায় ৩৮ হাজার ৫০০ টাকা পান। টাকা পেয়েই তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

মঙ্গলবার খোঁজাখুঁজির পর ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল্লাহ আল নাহিয়ান নামে একজন ওই টাকার মালিকানা দাবি করেন। এদিন দুপুরে ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি-উত্তরা ট্রাফিক জোন) জুলফিকার আলী তার মালিকানার প্রমাণাদি যাচাই-বাছাই করে সবার উপস্থিতিতে তাকে টাকাগুলো ফিরিয়ে দেন।

জুলফকিার আলী জাগো নিউজকে বলেন, ‘জহিরুল এবং এবাদুলের এই কাজটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।’

এআর/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।