মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর


প্রকাশিত: ১১:১৬ এএম, ১৩ আগস্ট ২০১৫

মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১৮ সেপ্টেম্বর দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হলেও বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

এমইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।