ছাত্রলীগ নেতা মামুন হত্যার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০২ অক্টোবর ২০১৮
নিহত মামুনুর রশিদ মামুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ মামুন হত্যা মামলার আসামি ওমরকে (২১) কিশোরগঞ্জের কুলিয়ার চর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তার খালার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওমর কর্ণফুলী থানার শাহ মীরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নগর পু্লিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।

তিনি বলেন, ‘মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আসামি ওমরের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের কুলিয়ার চরে তার খালার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের জমাদর পাড়ায় বাড়ির পাশে রাস্তায় ৭/৮ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ ও বড় উঠান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজকে। সন্ত্রাসীরা মামুনের দেহ থেকে ডান হাত আলাদা করে ফেলে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মামুনের বড় ভাই মো. ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেন।

আবু আজাদ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।